skip to Main Content

সার্ভার কন্ট্রোল প্যানেল

সার্ভার কন্ট্রোল প্যানেল হল একটি গুরুত্বপূর্ণ টুল, যা আপনার সার্ভার পরিচালনা এবং পরিচালনার প্রক্রিয়াকে সহজতর করে। আমাদের সার্ভিসে বিভিন্ন প্রকারের কন্ট্রোল প্যানেল অন্তর্ভুক্ত রয়েছে, যেমন cPanel, Webuzo, CyberPanel, DirectAdmin, এবং CWP। এই কন্ট্রোল প্যানেলগুলি উন্নত ফিচার এবং ইউজার বান্ধব ইন্টারফেসের সঙ্গে আসে, যা ব্যবহারকারীদের ওয়েবসাইট, ডোমেইন, ইমেইল এবং অন্যান্য সার্ভার সেটিংস পরিচালনায় সহায়তা করে। দ্রুত এবং নির্ভরযোগ্য কন্ট্রোল প্যানেলের মাধ্যমে, আপনি সহজেই সার্ভারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে পারেন।

আমাদের টেকনিক্যাল টিম সার্ভার সেটআপ এবং কনফিগারেশনে আপনাকে সাহায্য করবে, নিশ্চিত করবে যে আপনার সার্ভার সম্পূর্ণরূপে প্রস্তুত এবং নিরাপদ। আপনি যেই কন্ট্রোল প্যানেল বেছে নিন না কেন, আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স এবং নিরাপত্তা সর্বদা সুরক্ষিত থাকবে।

সিপ্যানেল WHM সার্ভার

সিপ্যানেল WHM সার্ভার

সর্বোত্তম ইউজার অভিজ্ঞতার জন্য জনপ্রিয় এবং কার্যকরী ওয়েব হোস্টিং প্যানেল।

বিস্তারিত জানুন

 

প্লেস্ক সার্ভার

প্লেস্ক সার্ভার

একাধিক অ্যাপ্লিকেশনের ম্যানেজমেন্ট এর জন্য সহজ ইন্টারফেস প্রদান করে।

বিস্তারিত জানুন

 

ওয়েবুজু সার্ভার

ওয়েবুজু সার্ভার

ফাস্ট এবং সহজে ওয়েবসাইট পরিচালনার জন্য একটি সাশ্রয়ী ও ইউজার-ফ্রেন্ডলি সমাধান।

বিস্তারিত জানুন

 

সাইবার প্যানেল সার্ভার

সাইবার প্যানেল সার্ভার

উন্নত সিকিউরিটি ফিচার এবং লাইটওয়েট ডিজাইনের মাধ্যমে কার্যকরী হোস্টিং অভিজ্ঞতা নিশ্চিত করে।

বিস্তারিত জানুন

 

CWP সার্ভার

CWP সার্ভার

দক্ষতা এবং ব্যবহারের সহজতা নিশ্চিত করে, উন্নত ফিচার সহ একটি সম্পূর্ণ কন্ট্রোল প্যানেল।

বিস্তারিত জানুন

ডাইরেক্ট অ্যাডমিন সার্ভার

ডাইরেক্ট অ্যাডমিন সার্ভার

সহজে এবং দ্রুত ওয়েব হোস্টিং পরিচালনার জন্য একটি শক্তিশালী ও কার্যকরী প্যানেল।

বিস্তারিত জানুন

 

কিভাবে সার্ভার কন্ট্রোল প্যানেল সেটাপ করবেন?

ওয়েব সার্ভার অর্ডর করার সময় সার্ভার কন্ট্রোল প্যানেল সিলেক্ট করা যাবে অথবা সার্ভার রুট থেকে যেকোন কন্ট্রোল প্যানেল ইন্সটল করা সম্ভব।

1

প্যাকেজ নির্বাচন

প্রথমেই আপনার পছন্দের প্যাকেজ টি বাছাই করে বাই বাটন এ ক্লিক করুন।

2

সার্ভার কনফিগ

আপনার প্রয়োজন অনুসারে সার্ভার কন্ট্রোল প্যানেল এবং অ্যাডন সেট করুন।

3

সিলেক্ট লোকেশন

অর্ডর কনফিগারেশন পেইজ এ আপনার পছন্দের লোকেশন টি সিলেক্ট করে চেকআউট সম্পন্ন করুন।

আমাদের স্পিড, আপনার সফলতা

10 Gbps পর্যন্ত পোর্ট স্পিড

জেনুইন ইনটেল ও AMD

কমপ্লিট রুট এক্সেস

1 x IPv4 অ্যাড্রেস

 

DDR4 ECC গ্রেড র‍্যাম

 

অন-ডিমান্ড অ্যাডঅন এভেইলেবল

 

সকল লিনাক্স ডিস্ট্রো

কাস্টম পার্টিশন ও রেইড সেটাপ

ফায়ারওয়াল & DDos প্রোটেকশন

১০০% ক্লাউড হোস্টিং

আমার হোস্টার ওয়েব হোস্টিং অবকাঠামো সম্পূর্ণরুপে ক্লাউড বেসড

৯৯.৯% আপটাইম গ্যারান্টি

ওয়েবসাইট 24×7 অনলাইনে রাখতে আমরা 99.99% আপটাইম গ্যারান্টি নিশ্চিত করি।

সম্পূর্ণ এবং বিনামূল্যে সাপোর্ট

যেকোন প্রশ্নে আপনাকে সাপোর্ট করার জন্য আমরা সার্বক্ষণিক উপলব্ধ।

মানি ব্যাক গ্যারান্টি

আমরা নতুন ক্লায়েন্ট দের জন্য ৭ দিনের মানি ব্যাক গ্যারান্টি সুবিধা প্রদান করে থাকি।

সাধারণ প্রশ্নাবলী

ওয়েব হোস্টিং আসলে কি?

হোস্টিং হলো এমন একটি সার্ভিস যার মাধ্যমে আপনি যেকোনো  ওয়েবসাইট ইন্টারনেট এ চালু করতে পারেন। আপনি যখন আমার হোস্টার থেকে হোস্টিং সার্ভিস ক্রয় করবেন তখন আপনি ইন্টারনেট এ আপনার একটি যায়গা পেয়ে যাবেন। এটি ব্যবহার করে আপনি আপনার ব্লগ, পোর্টফলিও বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন।

ডোমেইন বলতে কি বোঝায়?

প্রতিটা ওয়েবসাইট একটি ওয়েব সার্ভারে হোস্ট করা থাকে এবং একটি Domain সেই ওয়েবসাইটের সার্ভারের IP address ঠিকানায় পয়েন্ট করা থাকে। এতে যখন কেউ ওয়েবসাইটের নাম লিখে ওয়েব ব্রাউজারে সার্চ করলে তখন ডোমেইন নামের মাধ্যমে ওয়েবসাইটটি তার সার্ভারের IP address কে পয়েন্ট করে। যার ফলে ডোমেইন দ্বারা সার্চ করা ওয়েবসাইটটি সহজে খুঁজে পাওয়া যায়।

শেয়ার্ড হোস্টিং কি?

ওয়েব হোস্টিং কে সাধারণত শেয়ার্ড হোস্টিং বলা হয়। মানে একটি ওয়েব সার্ভার অনেক গুলো ওয়েবসাইট শেয়ার করবেন। মনে করুন আপনার একটি ঘর রয়েছে, সেখানে আপনারা ফ্যামিলির সকল সদস্যরা এক সাথে শেয়ার করে বা ভাগ করে থাকছেন।

এতে আপনার লাভ হলো আপনার ঘর ভাড়া ফ্যামিলি সবাই মিলে দিতে পারবেন। এতে আপনার টাকা কম খরচ হবে। শেয়ার্ড হোস্টিং এর ক্ষেত্রে একটি ওয়েব সার্ভারে এক সাথে অনেক গুলো ওয়েবসাইট হোস্ট করতে পারে এবং যার ফলে আপনার অনেক কম টাকা খরচ হয়।

প্রিমিয়াম হোস্টিং কি?

আমার হোস্টার এ হাই ট্রাফিক বিজনেস ওয়েবসাইট গুলির জন্য প্রিমিয়াম হোস্টিং প্যাকজে তৈরি করা হয়েছে।  যা সিপ্যানেল কোন্ট্রোল প্যানেল দ্বারা পরিচালিত এবং লাইটস্পীড এবং ক্লাউডলিনাক্স সফটওয়্যার বিশিষ্ট।

শেয়ার্ড হোস্টিং সার্ভিস এর তুলনায় প্রিমিয়াম সিপ্যানেল হোস্টিং এ আপনি তুলনামূলক বেশি সুবিধা এবং ফিচার পাবেন। তবে এক্ষেত্রে আপনার হোস্টিং খরচ বেড়ে যাবে। এছাড়াও আপনি যদি ইতোমধ্যে শেয়ার্ড হোস্টিং ব্যাবহার করে থাকেন তাহলে সেটা প্রিমিয়াম হোস্টিং এ সহজেই আপগ্রেড করে নিতে পারবেন।

রিসেলার হোস্টিং কি?

রিসেলার হোস্টিং অনেকটা শেয়ার্ড হোস্টিং এর মতই। বিভিন্ন হোস্টিং প্রোভাইডার এর কাছে থেকে কিনে যারা মার্কেটে সেল করে সেই হোস্টিং গুলোই মূলত রিসেলার হোস্টিং। আপনি আমারহোস্টার এর কাছ থেকে এমন প্যাকেজ কিনতে পারেন যে প্যাকেজ থেকে আপনি আপনার ক্লায়েন্টদের কাছে ঐ বড় প্যাকেজটিকে ছোট ছোট অংশে ভাগ করে বিক্রি করতে পারবেন।
ধরুন আপনাকে একসাথে অনেকগুলো ওয়েবসাইট হোস্ট করার প্রয়োজন পরে, আপনি একজন ফ্রিল্যান্সার এবং আপনার ক্লায়েন্ট সাইট হোস্টিং করার কথা ভাবছেন বা আপনি ওয়েব হোস্টিং বিজনেস শুরু করার কথা ভাবছে, তাহলে রিসেলার হোস্টিং আপনার জন্য উপোযগী হতে পারে।

ভিপিএস সার্ভার হোস্টিং কি?

ভিপিএস (VPS) হোস্টিং বলতে আমরা কী বুঝি? মনে করুন, আপনার একটি বিল্ডিং এ অনেক গুলো রুম রয়েছে। ঠিক সেই ভাবে এই প্রকারের হোস্টিং সার্ভার গুলো ভাগ করা হয়। যেখানে আপনার কিনে নেওয়া রুম শুধু আপনার, সেভাবে v.p.s সার্ভারে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের অধিকার থাকবে। এখানে আপনি যে ভাগ কিনে নিবেন সেটা শুধু আপনি নিজে ব্যবহার করতে পারবেন।

এটা প্রাইভেট ওয়েব সার্ভারের মতো।  যার কারণে এই হোস্টিং গুলো অনেক দ্রুত কাজ করে। এবং ভিজিটর্স বা ট্রাফিক থাকার জন্য বেশ লাভজনক বলে বলা হয়। আমারহোস্টার এ ভিপিএস সার্ভার এর সাথে আপনি ফ্রি cPanel WHM প্যানেল পাবেন; যা ওয়েবসাইট ম্যানেজমেন্ট আরো সহজ করে তুলবে।

আমি ইতোমধ্যে অন্য প্রোভাইডার ব্যবহার করছি.. 🤔️

আপনি যদি ইতোমধ্যে অন্য কোন হোস্টিং প্রোভাইডার এর সার্ভিস বা সার্ভার ব্যবহার করে থাকেন তাহলে খুব সহজেই আপনি তা আমারহোস্টার এ মাইগ্রেট করে নিতে পারবেন।

এক্ষেত্রে আপনাকে কোনো ধরনের ঝামেলায় পরতে হবে না।  আপনি শুধু মাত্র আমারহোস্টার এর যেকোন হোস্টিং সার্ভিস অর্ডর করার পর একটি সাপোর্ট টিকেট অপেন করবেন এবং আমাদের টেক টিম আপনার পূর্ববর্তী ওয়েবসাইট ট্রান্সফার করে দেবে, কোন ডাটা লস ছাড়াই।

কিভাবে পেমেন্ট করবো? মানি ব্যাক গ্যারান্টি পাবো কি?

আমরা আমারপে গেটওয়ে এর মাধ্যমে অটোমেটিক পেমেন্ট গ্রহণ করে থাকি। আপনি বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফিন, DBBL, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড ইত্যাদি মেথডে পেমেন্ট করতে পারবেন।

জ্বি আপনি নতুন ক্লায়েন্ট হয়ে থাকলে ৩০ দিনের মধ্যে, হোস্টিং বা সার্ভার ভালো না লাগলে সার্ভিস ক্যান্সেল করে টাকা ফেরত নিতে পারবেন। তবে ডোমেইন বা অন্যান্য অ্যাডন সার্ভিস এর ক্ষেত্রে কোন রিফান্ড দেয়া হয় না।

পুরোপুরি নিশ্চিত নন কোন প্যাকেজ টি আপনার জন্য সঠিক?

কোন প্যাকেজ টি আপনার জন্য সবচেয়ে ভালো তা যাচাই করা উচিত। চিন্তা করবেন না, আমাদের সেলস টিম কে একটি বার্তা পাঠান, আপনার কোম্পানি সম্পর্কে আমাদের জানান। আমরা আপনাকে খুব শিঘ্রই প্রত্যুত্তর জানাবো।

সেলস টিমের সাথে যোগাযোগ করুন
Back To Top