অনলাইন কে ঘিরে গড়ে তুলেছেন আপনার বিজনেস কিন্তু আপনার সকল ডাটার ব্যাকআপ রাখছেন তো?
প্যাকেজ কেনার সময় দেখছেন প্রোভাইডার থেকে ব্যাকআপ রাখা হয় আপনিও সেটি ভেবে নিশ্চিন্ত ভালোই আছেন । হয়তো কয়েক বার প্রয়োজনে ডাটা রিস্টোর করেছেন।
কিন্তু হঠাত একদিন ঘুম থেকেই উঠে দেখলেন সার্ভার ক্রাশ করেছে এবং ব্যাকআপ সার্ভারও কাজ করছে না!
আপনি তখন কি করবেন? কোথায় যাবে আপনার রোজগার করা সেই বিজনেস? ভেবে দেখেছেন কখনো?
আপনার নিজের সিকিউরিটি আপনাকেই নিশ্চিত করতে হবে। তাই অন্যের উপর নির্ভর না করে নিয়মিত আপনার সাইটের ব্যাকআপ রাখুন এবং সম্ভব হলে প্রতি ঘন্টার ব্যাকআপ রাখুন।
#amarhoster #datasecurity #hostingbackup