skip to Main Content

শেয়ার্ড Plesk ওয়েব হোস্টিং কিভাবে অর্ডর করবেন?

আমার হোস্টার এ যে কোন ওয়েব হোস্টিং সার্ভিস অর্ডার করতে আপনাকে প্রথমে হোমপেজে চলে আসতে হবে। এরপর আপনি উপরে নেভিগেশন বার বা নিচে ফুটার মেনুতে আপনার কাঙ্খিত সার্ভিস এর লিংক খুজে পাবেন। নিচে কয়েকটি লিংক উল্লেখ করে দেয়া হলো।

এই টিউটোরিয়ালে আমি আপনাদের প্লেস্ক ওয়েব হোস্টিং অর্ডার করার পদ্ধতি সমর্কে আলোচনা করব।

প্লেস্ক ওয়েব হোস্টিং পেইজে আসার পর একটু নিচে গেলেই আপনি বেশ কয়েকটি প্যাকেজ পেয়ে যাবেন। উদাহরণস্বরূপ এই টিউটোরিয়ালটিতে আমি মাইক্রো প্যাকেজটি অর্ডার করে দেখাবো।

৳৫০ মাস
  • ৫১২ এমবি এনভিএমি স্টোরেজ
  • ২৫ জিবি মাসিক ব্যান্ডউইথ
  • ১ অ্যাডঅন ডোমেইন
  • ৫১২ এমবি র‍্যাম
  • ১ কোর সিপিইউ
৳৭৫ মাস
  • ১ জিবি এসএসডি স্টোরেজ
  • ৫০ জিবি মাসিক ব্যান্ডউইথ
  • ৩ অ্যাডঅন ডোমেইন
  • ১ জিবি র‍্যাম
  • ১ কোর সিপিইউ
৳১০০ মাস
  • ২ জিবি এসএসডি স্টোরেজ
  • ১০০ জিবি মাসিক ব্যান্ডউইথ
  • ৫ অ্যাডঅন ডোমেইন
  • ১ জিবি র‍্যাম
  • ১ কোর সিপিইউ
৳১৭৫ মাস
  • ৫ জিবি এসএসডি স্টোরেজ
  • ২০০ জিবি মাসিক ব্যান্ডউইথ
  • ১০ অ্যাডঅন ডোমেইন
  • ২ জিবি র‍্যাম
  • ১ কোর সিপিইউ
৳২৫০ মাস
  • ১০ জিবি এসএসডি স্টোরেজ
  • ৩০০ জিবি মাসিক ব্যান্ডউইথ
  • ১৫ অ্যাডঅন ডোমেইন
  • ২ জিবি র‍্যাম
  • ২ কোর সিপিইউ
৳৩৭৫ মাস
  • ২৫ জিবি এসএসডি স্টোরেজ
  • আনমিটারড মাসিক ব্যান্ডউইথ
  • ২৫ অ্যাডঅন ডোমেইন
  • ৩ জিবি র‍্যাম
  • ২ কোর সিপিইউ

 

প্লেস্ক ওয়েব হোস্টিং পেইজে মাইক্রো প্যাকেজ এর এখনই কিনুন বাটনটিতে ক্লিক করলে আপনি ডোমেইন সিলেকশন পেইজে চলে আসবেন। আমার হোস্টার এর ইউনিক একটি ফিচার হচ্ছে ফ্রি সাব ডোমেইন, অর্ত্থাত আপনি কোন ধরনের প্রিমিয়াম ডোমেইন না কিনেও হোস্টিং ব্যবহার করতে পারবেন আমাদের ফ্রি সাবডোমেইন দিয়ে।

  • Register a new domain – আপনি নতুন ডোমেইন রেজিস্টার করতে চাইলে এই অপশন টি ব্যবহার করে কিনতে পারবেন।
  • Transfer your domain from another registrar – যদি অন্য ডোমেইন প্রোভাইডার এর থেকে আপনার ডোমেইন আমার হোস্টার এ ট্রান্সফার করতে চান তাহলে এই অপশন সিলেক্ট করে পরবর্তী নির্দেশনা মত কাজ করতে হবে। তবে ডোমেইন ট্রান্সফার এর ক্ষেত্রে ৫ থেকে ৭ দিন সময় লাগে।
  • I will use my existing domain and update my nameservers – ডোমেইন ট্রান্সফার না করেই পূর্ববর্তী ডোমেইন ব্যবহার করতে চাইলে এই অপশন সিলেক্ট করতে হবে। তবে এক্ষেত্রে আপনার ডোমেইন প্যানেল এ আমাদের সার্ভার এর নেইমসার্ভার আপডেট করে নিতে হবে।
  • Use a subdomain from AmarHoster – আমার হোস্টার থেকে সম্পূর্ণ ফ্রি তে একটি সাব ডোমেইন নিতে পারবেন এই অপশন দিয়ে, অর্থাত আপনার ডোমেইন না থাকলে বা নতুন ডোমেইন কেনার সামর্থ না থাকলে এই সুবিধা টি আপনার জন্য। এভাবে শুধু হোস্টিং ফি প্রদান করেই আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং সাব ডোমেইন টি লাইফটাইম ফ্রি ব্যবহার করতে পারবেন।

এই টিউটোরিয়াল এ আমি ফ্রি সাব ডোমেইন নেয়া দেখাবো। এক্ষেত্রে domainname এর যায়গায় আপনার কাঙ্খিত নাম টি বসাতে হবে। ডোমেইন নাম প্রতিনিয়ত মানুষ রেজিস্টার করে ফেলছে, তাই আপনার পছন্দের কোন ডোমেইন থাকলে দেরি না করে তারাতারি রেজিস্টার করে ফেলুন! কারণ অন্য কেউ রেজিস্টার করলে সেটা আর আপনি রেজিস্টার করতে পারবেন না :/

 

 

ডোমেইন নেয়া হয়ে গেলে এরপর আপনি হোস্টিং কনফিগারেশন পেইজে  চলে আসবেন। এই পেইজে আপনি বিলিং সাইকেল চেঞ্জ করতে পারেন। ধরুন আপনি প্রতি ছয় মাস অন্তর পেমেন্ট করতে চাচ্ছেন তাহলে Semi Annually বিলিং সাইকেল সিলেক্ট করতে হবে। ডিফল্টভাবে এখানে মাসিক বিলিং সাইকেল সিলেক্ট করা থাকবে। আবার আপনি যদি বার্ষিক বিলিং-এ নিতে চান তাহলে Annually সিলেক্ট করে নিতে হবে।
বিলিং সাইকেল চেঞ্জ করলে ডানপাশে প্রাইসিং অটোমেটিক আপডেট হয়ে যাবে।

এই কনফিগারেশন পেজ এ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে SSL সার্টিফিকেট। হোস্টিং এর সাথে আপনি ফ্রি Lets Encrypt SSL পেয়ে যাবেন, তবে আপনার যদি পেইড এসএসএল সার্টিফিকেট প্রয়োজন হয় তাহলে এই পেইজের নিচে সিলেক্ট করে নিতে পারবেন।

 

সবকিছু ঠিকঠাক থাকলে আপনি Continue-এ ক্লিক করলে চেক-আউট পেইজে চলে আসবেন। বিভিন্ন সময় আমাদের ডিসকাউন্ট অফার দেয়া হয়। যা আপনি কুপন পেইজে ভিজিট করলে পেয়ে যাবেন। ধরুন বর্তমানে প্লেস্ক হোস্টিং এ 25 পার্সেন্ট ডিসকাউন্ট অফার চলছে। তাই আপনি 25 পার্সেন্ট ডিসকাউন্ট এর নির্দিষ্ট কুপন কোড টি এখানে এপ্লাই করতে পারবেন এবং ভ্যালিড কুপন কোড এপ্লাই করলে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন।

 

এখানে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি Check Out এ ক্লিক করবেন এবং পরবর্তী পেইজে আপনাকে একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ এখানে আপনার পারসোনাল ডিটেইলস দিয়ে ফরমটি পূরণ করে কমপ্লিট অর্ডার এ ক্লিক করলে আপনার অর্ডার প্লেস করা হয়ে যাবে।

 

আবার আপনার যদি আগে থেকেই আমার হোস্টার অ্যাকাউন্ট থাকে তাহলে Already Registered? এ ক্লিক করে সাইন ইন করে নিতে পারবেন।

 

কমপ্লিট অর্ডারে ক্লিক করার আগে উপরে আপনাকে একটি শক্তিশালী পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে। এবং পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। আমার হোস্টারে কিভাবে পেমেন্ট করবেন তা জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

আমার হোস্টার এ পেমেন্ট করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।

পেমেন্ট মেথড সিলেক্ট করার পর আপনাকে টার্মস এন্ড কন্ডিশন একসেপ্ট করতে হবে এবং কমপ্লিট অর্ডার এ ক্লিক করলেই অর্ডার সম্পন্ন হবে। পরবর্তীতে আপনার ইনভয়েস এর নির্দিষ্ট পরিমাণ টাকা পেয়ে করলেই প্লেস্ক ওয়েব হোস্টিং সার্ভিস এক্টিভেট হয়ে যাবে।

Latest Articles
September 7, 2024

প্রিমিয়াম ১০ জিবি হোস্টিং কিনুন মাত্র ৪০০ টাকায়

গ্লোবাল লোকেশোনের ১০ জিবি প্রিমিয়াম প্যাকেজ কিনুন মাত্র ৪০০ টাকায় প্রতি মাস। অর্ডার লিঙ্কঃ https://panel.amarhoster.com/store/premium-cpanel-hosting/10g কিছু জানার থাকলে এখুনি মেসেজ…

September 7, 2024

Upgrade Your Website Security with AmarHoster Paid SSL Certificates! 🔒

Upgrade Your Website Security with Amarhoster's Paid SSL Certificates! 🔒 Protect your visitors' data and boost your website's credibility with…

September 7, 2024

AmarHoster থেকে নিয়ে নিন Business Email Hosting

আপনি কি আপনার ব্যবসার জন্য একটি Business ইমেইল ঠিকানা খুঁজছেন? আমারহোস্টারের বিজনেস মেইল হোস্টিং সেবা আপনার জন্য পারফেক্ট! আপনার নিজস্ব…

Subscribe To Our Newsletter

Don't get left out of the loop, make sure you subscribe to our newsletter below so you can be notified of our latest insights, tips, tutorials, sales and more!

Discussion

This Post Has One Comment