আমার হোস্টার এ যেকোন ডোমেইন বা হোস্টিং সার্ভিস অর্ডর করলে আপনার একটি ইনভয়েস তৈরি হবে অর্থাত ইনভয়েস পে করলে সার্ভিস একটিভ হবে। একই ভাবে সার্ভিস রিনিউ এর ক্ষেত্রে আপনাকে পে করতে হবে। তাই এই টিউটোরিয়াল এ পেমেন্ট মেথড সম্পর্কে আলোচনা করবো।
আমার হোস্টার এ পেমেন্ট করা খুবই সহজ। আমরা আমার পে থ্রিডি সেকিউরড পেমেন্ট মেথড ব্যবহার করি। অর্থাত আপনি যেকোন সার্ভিস এর জন্য অটোমেটিক পেমেন্ট করতে পারবেন। এবং ইন্সট্যান্টলি আপনার সার্ভিস একটিভ হয়ে যাবে। আমার পে সাপোর্টেড অটো পেমেন্ট মাধ্যম গুলোর মধ্যে রয়েছেঃ
- Rocket
- bKash
- Nagad
- OK Wallet
- Upay
- Trust Axiata Pay
- DDBL Nexus
- VISA
- MasterCard
অর্থাত অল-ইন-ওয়ান অটোমেটিক পেমেন্ট সুবিধা 😇️ অটোমেটিক পেমেন্ট এর ক্ষেত্রে আপনাকে ৩% গেটওয়ে চার্জ দিতে হবে।
আবার আপনি যদি ডলার এ সহজে পে করতে চান, তাহলে আমাদের পেপাল গেটওয়ে ব্যবহার করতে পারেন। তবে পেপাল পেমেন্ট কুরতে চাইলে সার্ভিস অর্ডর করার সময় আপনাকে USD সিলেক্ট করে নিতে হবে। অন্যথায় এই গেটওয়ে কাজ করবে না।
এছাড়াও আমরা ম্যানুয়াল পেমেন্ট গ্রহণ করে থাকি। আপনার যদি অটোমেটিক পেমেন্ট এ কোন সমস্যা হয় তাহলে নিচের ম্যানুয়াল মেথড গুলো তে সেন্ড মানি করতে পারবেন।
- Rocket
- CelllFin
- bKash
- Nagad
- Upay
ম্যানুয়াল পেমেন্ট এর ক্ষেত্রে আপনাকে ২% গেটওয়ে চার্জ দিতে হবে। পেমেন্ট করতে বা সার্ভিস রিলেটেড যেকোন সমস্যার সম্মুখীন হলে আমাদের ওয়েবসাইট লাইভ চ্যাট, সাপোর্ট টিকেট বা ফেইসবুক পেইজে মেসেজ করুন।