আমার হোস্টার এ যে কোন ওয়েব হোস্টিং সার্ভিস অর্ডার করতে আপনাকে প্রথমে হোমপেজে চলে আসতে হবে। এরপর আপনি উপরে নেভিগেশন বার বা নিচে ফুটার মেনুতে আপনার কাঙ্খিত সার্ভিস এর লিংক খুজে পাবেন। নিচে কয়েকটি লিংক উল্লেখ করে দেয়া হলো।
- শেয়ার্ড প্লেস্ক হোস্টিং | Plesk Shared Web Hosting
- প্রিমিয়াম সিপ্যানেল হোস্টিং | Premium cPanel Web Hosting
- বিডিআইএক্স সিপ্যানেল হোস্টিং | BDIX cPanel Web Hosting
- সিপ্যানেল হোস্টিং রিসেলার | cPanel Reseller Hosting
- সিপ্যানেল ভিপিএস সার্ভার | cPanel VPS Server
- ডোমেইন রেজিস্ট্রেশন | Domain Registration
এই টিউটোরিয়ালে আমি Domain Register করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব
ডোমেইন রেজিস্ট্রেশন পেইজে ভিজিট করলেই আপনি একটি সার্চ ফর্ম দেখতে পারবেন। এখানে আপনার কাঙ্খুত ডোমেইন টি লিখে সার্চ করে দেখতে হবে সেতি এভেইলেবল আছে কি না। উদাহরণ স্বরুপ আমি ApnarDomainName লিখে সার্চ করলাম, এবং এই ডোমেইন টি এভেইলেবল আছে 😊️
এক্ষেত্রে ApnarDomainName এর যায়গায় আপনার কাঙ্খিত নাম টি লিখে সার্চ করতে হবে। ডোমেইন নাম প্রতিনিয়ত মানুষ রেজিস্টার করে ফেলছে, তাই আপনার পছন্দের কোন ডোমেইন থাকলে দেরি না করে তারাতাডি রেজিস্টার করে ফেলুন! কারণ অন্য কেউ রেজিস্টার করলে সেটা আর আপনি রেজিস্টার করতে পারবেন না 😶🌫️️
এখানে আপনার যে ডোমেইন টি প্রয়োজন সেটির পাশে Add To Cart অপশন এ ক্লিক করতে হবে। এরপর Checkout এ ক্লিক করলেই ডোমেইন কনফিগারেশন পেইজে চলে আসবেন।
- DNS Management ও Email Forwarding সম্পূর্ণ ফ্রি। এই দুটি সিলেক্ট করে নেবেন। Nameserver এবং DNS রেকর্ড পরিবর্তন এর জন্য এটি প্রয়োজন।
- ID Protection প্রয়োজন হলে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে, সাধারণত এটি নেয়ার প্রয়োজন নেই।
- নেইমসার্ভার এ আপনার হোস্টিং থেকে প্রাপ্ত রেকর্ড গুলো দিতে হবে।
সবকিছু ঠিকঠাক থাকলে আপনি Continue-এ ক্লিক করলে চেক-আউট পেইজে চলে আসবেন। বিভিন্ন সময় আমাদের ডিসকাউন্ট অফার দেয়া হয়। যা আপনি কুপন পেইজে ভিজিট করলে পেয়ে যাবেন। যদি ডোমেইন এর কোন কুপন থাকে তাহলে নির্দিষ্ট কুপন কোড টি এখানে এপ্লাই করতে পারবেন এবং ভ্যালিড কুপন কোড এপ্লাই করলে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন।
এখানে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি Check Out এ ক্লিক করবেন এবং পরবর্তী পেইজে আপনাকে একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ এখানে আপনার পারসোনাল ডিটেইলস দিয়ে ফরমটি পূরণ করে কমপ্লিট অর্ডার এ ক্লিক করলে আপনার অর্ডার প্লেস করা হয়ে যাবে।
আবার আপনার যদি আগে থেকেই আমার হোস্টার অ্যাকাউন্ট থাকে তাহলে Already Registered? এ ক্লিক করে সাইন ইন করে নিতে পারবেন।
কমপ্লিট অর্ডারে ক্লিক করার আগে উপরে আপনাকে একটি শক্তিশালী পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে আমার হোস্টার অ্যাকাউন্ট এর জন্য। এবং পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। আমার হোস্টারে কিভাবে পেমেন্ট করবেন তা জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
আমার হোস্টার এ পেমেন্ট করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।
পেমেন্ট মেথড সিলেক্ট করার পর আপনাকে টার্মস এন্ড কন্ডিশন একসেপ্ট করতে হবে এবং কমপ্লিট অর্ডার এ ক্লিক করলেই অর্ডার সম্পন্ন হবে। পরবর্তীতে আপনার ইনভয়েস এর নির্দিষ্ট পরিমাণ টাকা পেয়ে করলেই cPanel VPS সার্ভিস এক্টিভেট হয়ে যাবে।