আমার হোস্টার এ যে কোন ওয়েব হোস্টিং সার্ভিস অর্ডার করতে আপনাকে প্রথমে হোমপেজে চলে আসতে হবে। এরপর আপনি উপরে নেভিগেশন বার বা নিচে ফুটার মেনুতে আপনার কাঙ্খিত সার্ভিস এর লিংক খুজে পাবেন। নিচে কয়েকটি লিংক উল্লেখ করে দেয়া হলো।
- শেয়ার্ড প্লেস্ক হোস্টিং | Plesk Shared Web Hosting
- প্রিমিয়াম সিপ্যানেল হোস্টিং | Premium cPanel Web Hosting
- বিডিআইএক্স সিপ্যানেল হোস্টিং | BDIX cPanel Web Hosting
- সিপ্যানেল হোস্টিং রিসেলার | cPanel Reseller Hosting
- সিপ্যানেল ভিপিএস সার্ভার | cPanel VPS Server
- ডোমেইন রেজিস্ট্রেশন | Domain Registration
এই টিউটোরিয়ালে আমি আপনাদের সিপ্যানেল VPS সার্ভার অর্ডার করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব।
সিপ্যানেল ভিপিএস সার্ভার | cPanel VPS Server পেইজে আসার পর একটু নিচে গেলেই আপনি বেশ কয়েকটি প্যাকেজ পেয়ে যাবেন। উদাহরণস্বরূপ এই টিউটোরিয়ালটিতে আমি cPCloud1 প্যাকেজটি অর্ডার করে দেখাবো।
সিপ্যানেল ভিপিএস সার্ভার | cPanel VPS Server পেইজে cPCloud1 প্যাকেজ এর এখনই কিনুন বাটনটিতে ক্লিক করলে আপনি সার্ভার কনফিগারেশন পেইজে চলে আসবেন। এই পেইজে আপনি বিলিং সাইকেল চেঞ্জ করতে পারেন। ধরুন আপনি প্রতি ছয় মাস অন্তর পেমেন্ট করতে চাচ্ছেন তাহলে Semi Annually বিলিং সাইকেল সিলেক্ট করতে হবে। ডিফল্টভাবে এখানে মাসিক বিলিং সাইকেল সিলেক্ট করা থাকবে। আবার আপনি যদি বার্ষিক বিলিং-এ নিতে চান তাহলে Annually সিলেক্ট করে নিতে হবে।
বিলিং সাইকেল চেঞ্জ করলে ডানপাশে প্রাইসিং অটোমেটিক আপডেট হয়ে যাবে।
আপনি এক্সট্রা কিছু সফটওয়্যার লাইসেন্স অ্যাডন হিসেবে নিতে পারেন। আপনি যদি অ্যাডভান্স ইউজার না হন বা জাস্ট শুরু করতে যাচ্ছেন, তাহলে এই মডিউল গুলোর দরকার নেই। আমি উদাহরণ স্বরুপ Softaculous Apps Installer অ্যাডন টা নিচ্ছি।
- Cloudlinux OS
- Imunify 360
- Litespeed
- JetBackup
- Softaculous
- WHMCS
এছারাও আপনাকে সার্ভার সেটিংস গুলো মেনশন করে দিতে
- Hostname দিতে হবে, যা সার্ভার এর নাম। যেমনঃ server.amarhoster.com
- রুট পাসওয়ার্ড, যা সার্ভার এর মেইন পাসওয়ার্ড
- NS1 & NS2 Prefix এ আপনার নেমসার্ভার এর প্রেফিক্স দিতে হবে, এখানে NS1 এবং NS2 লিখে দিবেন।
এই কনফিগারেশন পেজ এ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে SSL সার্টিফিকেট। হোস্টিং এর সাথে আপনি ফ্রি Lets Encrypt SSL পেয়ে যাবেন, তবে আপনার যদি পেইড এসএসএল সার্টিফিকেট প্রয়োজন হয় তাহলে এই পেইজের নিচে সিলেক্ট করে নিতে পারবেন।
সবকিছু ঠিকঠাক থাকলে আপনি Continue-এ ক্লিক করলে চেক-আউট পেইজে চলে আসবেন। বিভিন্ন সময় আমাদের ডিসকাউন্ট অফার দেয়া হয়। যা আপনি কুপন পেইজে ভিজিট করলে পেয়ে যাবেন। ধরুন বর্তমানে cPanel VPS এ 25 পার্সেন্ট ডিসকাউন্ট অফার চলছে। তাই আপনি 25 পার্সেন্ট ডিসকাউন্ট এর নির্দিষ্ট কুপন কোড টি এখানে এপ্লাই করতে পারবেন এবং ভ্যালিড কুপন কোড এপ্লাই করলে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন।
এখানে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি Check Out এ ক্লিক করবেন এবং পরবর্তী পেইজে আপনাকে একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ এখানে আপনার পারসোনাল ডিটেইলস দিয়ে ফরমটি পূরণ করে কমপ্লিট অর্ডার এ ক্লিক করলে আপনার অর্ডার প্লেস করা হয়ে যাবে।
আবার আপনার যদি আগে থেকেই আমার হোস্টার অ্যাকাউন্ট থাকে তাহলে Already Registered? এ ক্লিক করে সাইন ইন করে নিতে পারবেন।
কমপ্লিট অর্ডারে ক্লিক করার আগে উপরে আপনাকে একটি শক্তিশালী পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে আমার হোস্টার অ্যাকাউন্ট এর জন্য। এবং পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। আমার হোস্টারে কিভাবে পেমেন্ট করবেন তা জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
আমার হোস্টার এ পেমেন্ট করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।
পেমেন্ট মেথড সিলেক্ট করার পর আপনাকে টার্মস এন্ড কন্ডিশন একসেপ্ট করতে হবে এবং কমপ্লিট অর্ডার এ ক্লিক করলেই অর্ডার সম্পন্ন হবে। পরবর্তীতে আপনার ইনভয়েস এর নির্দিষ্ট পরিমাণ টাকা পেয়ে করলেই cPanel VPS সার্ভিস এক্টিভেট হয়ে যাবে।